যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে
তবে একলা চলো, একলা চলো,
একলা চলো, একলা চলো রে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।
যদি কেউ কথা না কয়,
ওরে ওরে ও অভাগা
কেউ কথা না কয়
যদি সবাই থাকে মুখ
ফিরায়ে সবাই করে ভয়,
যদি সবাই থাকে মুখ
ফিরায়ে সবাই করে ভয়,
তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর
মনের কথা একলা বলো রে,
ও তুই মুখ ফুটে তোর
মনের কথা একলা বলো রে,
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে
যদি সবাই ফিরে যায়,
ওরে ওরে ও অভাগা
সবাই ফিরে যায়
যদি গহন পথে যাবার
কালে কেউ ফিরে না চায়,
যদি গহন পথে যাবার কালে
কেউ ফিরে না চায়
তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা
চরণতলে একলা দলো রে,
ও তুই রক্তমাখা
চরণতলে একলা দলো রে
যদি তোর ডাক শুনে
কেউ না আসে
তবে একলা চলো রে।
যদি আলো না ধরে,
ওরে ওরে ও অভাগা
আলো না ধরে
যদি ঝড়-বাদলে আঁধার
রাতে দুয়ার দেয় ঘরে,
যদি ঝড়-বাদলে আঁধার
রাতে দুয়ার দেয় ঘরে,
তবে বজ্রানলে
আপন বুকের পাঁজর জ্বালিয়ে
নিয়ে একলা জ্বলো রে,
আপন বুকের পাঁজর জ্বালিয়ে
নিয়ে একলা জ্বলো রে
যদি তোর ডাক শুনে
কেউ না আসে
তবে একলা চলো রে।
Bengali phonemic transcription
Jodi Tor Dak Soone Keu Na Asse
Tobe Ekla Cholo re
Ekla Cholo Ekla Cholo Ekla Cholore
Jodi Keu Katha Na Kai Ore Ore O Abhaga
Jodi Sabai Thake Mukh Firae Sabai Kare Bhay
Tabe Paran Khule
O Tui Mukh Fute Tor Maner Katha Ekla Bolo re
Jodi Sabai Fire Jai Ore Ore O Abhaga
Jodi Gahan Pathe Jabar Kale Keu Feere Na Chay
Tobe Pather Kanta
O Tui Rakta Makha Charan Tale Ekla Dolo re
Jodi Alo Na Dhare Ore Ore O Abhaga
Jodi Jharr Badale Andhar Rate Duar Deay Ghare
Tobe Bajranale
Apaan Buker Panjar Jaliey Nieye Ekla Jolo re
English Translation of the Bengali original rendered by Rabindranath Tagore
If they answer not to thy call walk alone.
If they are afraid and cower mutely facing the wall,
O thou unlucky one,
open thy mind and speak out alone.If they turn away, and desert you when crossing the wilderness,
O thou unlucky one,
trample the thorns under thy tread,
and along the blood-lined track travel alone.If they do not hold up the light when the night is troubled with storm,
O thou unlucky one,
with the thunder flame of pain ignite thy own heart
and let it burn alone.અનુવાદ : મહાદેવ દેસાઈ
તારી જો હાક સુણી કોઇ ના આવે, તો એકલો જાને રે!
એકલો જાને, એકલો જાને, એકલો જાને રે! – તારી જો …જો સૌનાં મોં સિવાય
ઓરે ઓરે ઓ અભાગી ! સૌનાં મોં સિવાય;
જયારે સૌએ બેસે મોં ફેરવી, સૌએ ડરી જાય;
ત્યારે હૈયું ખોલી, અરે તું મન મૂકી,
તારાં મનનું ગાણું એકલો ગાને રે ! – તારી જો …જો સૌએ પાછાં જાય,
ઓરે ઓરે ઓ અભાગી ! સૌએ પાછાં જાય;
ત્યારેકાંટા રાને તારે લોહી નીગળતે ચરણે
ભાઇ એકલો ધા ને રે ! – તારી જો …જયારે દીવો ન ધરે કોઇ,
ઓરે ઓરે ઓ અભાગી ! દીવો ન ધરે કોઇ,
જયારે ઘનઘેરી તુફાની રાતે, બાર વાસે તને જોઇ;
ત્યારે આભની વીજે, તું સળગી જઇને
સૌનો દીવો એકલો થાને રે ! – તારી જો …
સૌજન્ય : ટહુકો.કૉમ